বাংলার বীর শহীদ
✍ আরিফ সেখ
বাংলার ভূমি হয়েছে উর্বর
শহীদ তরুণদের রক্তপাত
নিমিষেই গুটিয়ে যাবে ,
স্বৈরাচারী শাসকের উৎখাত !!
মিথ্যের সাথে আপোষ নয়
তাইতো উচ্চ করেছে শির,
বাংলার রাজপথ চির স্মরণীয়
তুমিই যোদ্ধা বীর।।
সাঈদ তোমার বিচক্ষণতাকে
মূল্যায়ন করতে হয়েছে অক্ষম,
তাইতো নাস্তিক ভন্ডের দল
গুলি করতে হয়েছে সক্ষম!!
বুক চিতিয়ে দিয়েছিলে,
করনি প্রাণের ভয়,
বাংলার ভূমি আবারও হবে জয়,
শহীদদের রক্তের বিনিময়।।
সাঈদ ছিল প্রিয় মায়ের
হৃদয়ের মণিকোঠা,
বাবা ও তাঁকে ভালবাসতে
কভু করেনি কমজোর!!
রবের সান্নিধ্য পেতে
বিলিয়ে দিলে প্রাণ,
বাংলার রাজপথে তোমার স্মৃতি
থাকবে চির অম্লান!!