মানুষের জীবনে একটি বড় সমস্যা হচ্ছে অলসতা ।অলসতার কারণে মানুষ তার কাজ কে আগে ঠেলে দেয় যদি সে কোন কাজ কে আগে ঠেলে দেওয়ার আগে একটিবার চিন্তা ভাবনা করতো তাহলে হয়তো সে তার কাজকে আগে ঠেলে দিত না।ধরুন একটি চারা গাছ কে বেচার জন্য দু বছর সময় লাগে তার লাগানোর সময় থেকে ।
এবার যদি সে গাছটিকে 1 দিন আগে লাগতো তাহলে তাকে দু বছরে একটা দিন কম লাগতো।
একজন ছাত্র সে সারাদিন ক্লাস করে নিজের বাসায় ফিরে যায় যখন সে তার হোস্টেলে ক্লাসের প্রস্তুতিপর্বের কাজ করতে বসে তাহলে তাকে 1 ঘন্টা লাগে।
সে তার অলসতার কারনে প্রস্তুতিপর্বের কাজকে ০:৩০ আগে ঠেলে দেয়।
যদি সে তার প্রস্তুতিপর্বের কাজকে ৬:০০ করতে শুরু করতো সে জায়গাই ৬:৩০ শুরু করবে।
সে যদি তার অলসতাকে দূর করে ৬:০০ পড়তে বসতো তাহলে তাকে তার আধাঘন্টা নষ্ট করতে হতো না।
আমরা আমাদের ছাত্র জীবনে একটা কথা বার বার শুনি“Now or Never”, অর্থাৎ “এখন না, তো কখনই না”
বিল গেটস সব সময় একটি কথা বলেন,“এখনই শুরু করে দিন”। কারণ আজ যে আইডিয়া মাথায় নিয়ে আপনি ঘুরছেন, তা যদি বাস্তবায়ন করতে না পা্রেন তাহলে ঠিক কয়েক বছর পর দেখবেন আপনার আইডিয়াটি কাজে লাগিয়ে ঠিকই আরেকজন সফল হয়ে গেছে। তখন আফসোস ছাড়া আর কিছুই আপনার করার থাকবে না।