সফল হওয়ার জন্যে প্রয়োজনীয়তা Part 2

যখন কোন পরিবারে শিশু জন্মগ্রহণ করে তখন সেই পরিবার খুশিতে ভরে যায় এমন খুশি যেটাকে কলমের কালি দিয়ে লেখা যায় না। সেই পরিবারের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে তার সেই সন্তানকে নিয়ে।তাড়াতাড়ি সন্তান কে অনেক কষ্টের সাথে যত্নের সাথে ভালোবাসার সাথে বাড়িয়ে তোলে।

একজন মা তার সন্তানকে অনেক কষ্ট অনটন পরিশ্রম এর সাথে বড় করে তোলে ।

যখন তার সন্তান একটি ছাত্র বয়সে পৌঁছায় তখন তার পরিবার অনেক আশার সাথে একটি স্কুলে ভর্তি করে।

যখন সে তার জীবনের অন্যতম স্তরে পৌঁছায় তখন সে অনেক মহা ফাঁদে পড়ে যায়। সে তার জীবনটা কে কিভাবে অতিবাহিত করবে ।

সে তার জীবনটাকে কিভাবে গঠন করবে। আবার অনেকে পাগল ঘোড়ার মতো এগিয়ে যায় সে ভাবতেই চায় না একজন ছাত্রকে ভাবা দরকার।

সে কি করলে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে তার পরিবার খুশী হবে।

এবং কি করলে তার ভবিষ্যৎ ভালো হবে।

মানুষের বাস্তব জীবন শুধু জীবন না মরনের পর মানুষের একটা জীবন আছে যেটা আমরা সবাই বিশ্বাস রাখি শুধু আমরা আমাদের বাস্তব জীবনের পিছনে ছুটে চললে হবে না।

 আমাদেরকে বাস্তব জীবনের সাথে সাথে পরকালের জীবনের ও খেয়াল রাখতে হবে কেননা আমাদের এই বাস্তব জীবনটা শুধু দু দিনের জন্য এবং আমাদের পরকালের জীবনটা চিরকালের জন্য যার কোন সীমানা যার কোন সীমা লংঘন নাই।

যখন কোন বাগানে ফুল ফোটে তখন বাগানের মালিক কে দরকার  যে ফুলকে তার নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে তুলে নেওয়া। নচেৎ অপেক্ষা করতে করতে দেখা যাবে অবশেষে ফুলটি নষ্ট হয়ে গেছে কোন কিছুই পাওয়া যাবে না তখন না থাকবে তার কোন মূল্য।

 অনুরূপভাবে আমরা যদি একটি আম গাছের দিকে দেখি তাহলে আমরা দেখব সেই বাগানের মালিক সেই আম গাছটির জন্য কত যত্ন  করে । নিজের হাতে সে তার আমের গাছের জন্য যত ধরনের যত্নের প্রয়োজন তা আমল করে।

যখন কোন গাছে তার মূল আসে তখন গাছের মালিক তার মূল  টিকে ভালোভাবে বাড়ানোর জন্য ভালো ভাবে্ রাখার জন্য যত রকমের কৌশল দরকার সে তত রকমের কৌশল ব্যবহার করে একটি গাছের মূল কে সে মাঝে মাঝে তার জন্য তাঁকে খাবার দেয় সে খাবার খেতে খেতে সে গাছের মূল একদিন ফলে পরিণত হয় এবং সেই ফল গাছের সৌন্দর্য হয় ।

এবং ফল টিকে যদি নির্দিষ্ট সময়ে না পারি তাহলে আমরা

এতদিন ফলের উপরে অনেক ধরনের কৌশল ব্যবহার করলাম অনেক ধরনের ওষুধ ব্যবহার করলাম কোনো কিছুই কাজে আসবে না।

 একজন ছাত্র সে তার নির্দিষ্ট সময় কে  ভালো ভাবে  চিনতে পারে।

 কেননা সে নিজেকে বুঝতে শিখেছে তার ভবিষ্যতে কি করা দরকার তার জীবন আসল জীবন না তার জীবনে কি কি করা প্রয়োজন তার সমাজে কত কি করার দরকার আজ সমাজ অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে প্রত্যেক ছাত্র সমাজকে দরকার সে তো নিজের কথা না ভেবে সে যেন তার সেই সমাজের কথা ও ভাবে ।

যে সমাজে সে তার জীবনটাকে বাড়িয়ে নিয়েছে যে সমাজের সাথে তার জীবনটা কে এগিয়ে নিয়ে যাচ্ছে ।

 একটি সমাজে একজন ভাল ছাত্র হতে হবে কেননা একজন ভাল ছাত্রই সমাজকে সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। তাহলে আমাদের শুধু নিজের ব্যক্তিগত জীবনকে সফল করার জন্য না ভাবি ,

আমাদের সমাজকে ভালো করার জন্য ভাবি তাহলে আমাদের জিবনটা সফল বলা যাবে ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *