আরিফ সেখ
যখন বিশ্ব মানবতার দ্বার রুদ্ধ..
অজস্র রক্তে লাল এই মাটি
ঠিক সেই সময় অবাক নয়নে তাকিয়ে প্রহর গুনছি
হয়ত বা কেউ আসবে ভালোবাসার ডালা সাজিয়ে বরণ করবে,,,,
আর বলবে ভয় পেওনা,,,,
কিন্তু, না আমাদের আর্তনাদ কেউ কর্ণপাত করে না!!
কিন্তু হ্যাঁ,অমানিশার ঘোর অন্ধকার নিষ্পেষিত হয়ে
আলো উৎসারিত হবে নিশ্চয়ই….
কিন্তু না মায়ের হাহাকার ডাক আর ক্ষুধার্ত ভাইয়ের কান্না,,,
কারও হৃদয় ব্যথিত হয় না,,,,
কোথাও যেন ম্লান হয়ে গ্যাছে ভালোবাসার ফুলঝুড়ি
ছোট ছোট সেফালিদের মুচকি হাসি,,,,,
বিলীন হয়েছে সময়ের আবর্তে
জানি মৃত্যু চিরন্তন সত্য….
কিন্তু যখন তা অমানবিক তখন
সেই মৃত্যুকে মেনে নেওয়া হয়ে উঠে অত্যন্ত কষ্টের!!
সব কিছু উপেক্ষা করে দেশের তরে জিবনকে
শহিদ করে দেয় যে জাতি ,,,
সেই জাতি নাকি সন্ত্রাসী ,,,,
এ মিথ্যা ভাষ্য যেন সাগরে জলে উঠে
আগুনের দীপ্ত প্রভা!!