![]() |
ফেরার পথে |
তৃণভূমির কোন এক অচেনা বাঁকে।
তুমি যখন ফিরছিলে দিশাহারা হয়ে।
আমি তখন বেরিয়েছিলাম এক মায়াবী পরীর খোঁজে।
সহসা মনটা স্তব্ধ হল এক শ্রুতিমধুর ধ্বনির আহব্বানে।
পিছন ফিরিয়া দেখি তুমি এক নুপুর পরিহিতা মেয়ে।
প্রথম দর্শনে তুমি ঠাঁই নিলে হৃদয়ের গহীনে।
তুমি তখন মিরুনু রঙের শাড়ি পরে।
বারে বারে দেখি কিন্তু পারিনা কহিতে।
কোন দেশে বাড়ি তোমার এসেছো কোথা থেকে?
তখনও তুমি ভিজছিলে তুষার বৃষ্টিতে।
ইচ্ছে আমায় বলছিল ডেকে টেনে আন হৃদয়ের অন্তরালে।
বিভীষিকার সেই দুর্গম পথ থেকে।
দেখতে দেখতে প্রহর পৌঁছালো দিগন্তের দিকে।
তবুও তোমায় পারলাম না কাছে টানতে।