ব্যস্ত না ব্যস্ত কতই না ব্যস্ত,
সারা জীবনটাই যেন ব্যস্ত।
ফজরের সময় ঘুমের বিছানায় ব্যস্ত
যোহরের সময় অফিসে আদালতে ব্যস্ত
কতই না ব্যস্ত ফেসবুকে,
কতই না ব্যস্ত টুইটারে।
কতই না ব্যস্ত হোয়াটসঅ্যাপে,
কতই না ব্যস্ত ইউটিউবে ।
সময় আসলে বলি আমি ব্যস্ত
তবু কেন মন মানে না হয়ে যাবো ক্ষতিগ্রস্ত
ব্যস্ত জীবন চলে রাস্তা ধরে
কাউরে দেখা পাইলে হায় হ্যালো বলে
সুন্দর ভাবে সাজতে ব্যস্ত
কেন মন মানেনা হয়ে যাবো ক্ষতিগ্রস্ত।
দিবা রাত্রি ব্যস্ত আমি ব্যস্ত কাজে মনে হয় ব্যস্ত আমি কোন অকাজে।
নেতা ব্যস্ত ভাষন দিতে,
যুব সমাজ ব্যস্ত মোবাইল হাতে।
ব্যস্ত না ব্যস্ত কতই না ব্যস্ত,
সারা জীবনটাই যেন ব্যস্ত।