আজকে ছাত্র সমাজ আজকের যুব সমাজ তার যে মূল্যবান সময় সেটাকে সে তার জীবনে কিভাবে ব্যবহার করছে আমরা তো দেখতেই পাচ্ছি আজকের যুব সমাজ তার মূল্যবান সময়টা কে ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম আরো কত কি সোশ্যাল মিডিয়া দ্বারা সময়গুলো অতিবাহিত করছে।
সে যদি একটা উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়া গুলো কে ব্যাবহৃত করে তাহলে সে অনেক কিছু হাসিল করতে পারে। কিন্তু সে তাতে কিছুই হাসিল করছে না বরং সে তার সময়কে নষ্ট করছে।
বরং বলা যেতে পারে
ব্যস্ত না ব্যস্ত কতই না ব্যস্ত,
সারা জীবনটাই যেন ব্যস্ত।
ফজরের সময় ঘুমের বিছানায় ব্যস্ত
যোহরের সময় অফিসে আদালতে ব্যস্ত
কতই না ব্যস্ত ফেসবুকে,
কতই না ব্যস্ত টুইটারে।
কতই না ব্যস্ত হোয়াটসঅ্যাপে,
কতই না ব্যস্ত ইউটিউবে ।
সময় আসলে বলি আমি ব্যস্ত
তবু কেন মন মানে না হয়ে যাবো ক্ষতিগ্রস্ত
ব্যস্ত জীবন চলে রাস্তা ধরে
কাউরে দেখা পাইলে হায় হ্যালো বলে
সুন্দর ভাবে সাজতে ব্যস্ত
কেন মন মানেনা হয়ে যাবো ক্ষতিগ্রস্ত।
দিবা রাত্রি ব্যস্ত আমি ব্যস্ত কাজে মনে হয় ব্যস্ত আমি কোন অকাজে।
নেতা ব্যস্ত ভাষন দিতে,
যুব সমাজ ব্যস্ত মোবাইল হাতে।
ব্যস্ত না ব্যস্ত কতই না ব্যস্ত,
সারা জীবনটাই যেন ব্যস্ত।
যখন কেউ কোনো কিছু শুনে তখন তার মধ্যে অনেক কিছু আশা জাগে তার মধ্যে অনেক বড় অনুপেরনা জাগে সে ও তার জন্য কিছু একটা করতে চাই এবং সেটা কে হাসিল করে ছাড়বে।
যখন কোনো ব্যক্তিকে খুব ক্ষুধা লাগে তখন সে ভাবে যে তার সামনে কোন খাবার আসে তাহলে সে পুরোটাই ভোজন করে ফেলবে কিন্তু যখন তার সামনে খাবার চলে আসে তখন দেখা যায় সে কিছু খাবার আহার করেই তার পেট পূজা হয়ে যায় ।
অনুরূপভাবে কোন ছাত্র যখন একটা অনুপ্রেরণা ভাষণ শুনে কোন কিছু একটা জিনিস দেখে তখন সে উদ্দীপনা হয়ে সে তার উদ্দেশ্যের ওপরে আমল করতে থাকে কিন্তু দেখা যায় কিছু সময় সেই তার উদ্দেশ্যের উপরে আমল করার পর সে নিজেকে অলসতা অনুভব করে সে তার ওপরে আর আমল করতে চায় না তাহলে একজন ছাত্রকে দরকার সে নিজে নিজেই যেন ইন্সপায়ার হয় সে নিজেই যেন এক অনুপ্রেরণা ভাবে নিজেকে গড়ে তোলে এবং তার ওপর এসে আমল করে তাহলে দেখা যাবে সে কাজটা যে কোন কষ্টের সাথে সে আমল দিয়ে যাবে।