সাফল্য হচ্ছে কোনো কিছু হাসিল করা নিজের ব্যক্তিগত জীবনে নিজের কিছু চাওয়া থেকে পাওয়া।
পৃথিবীতে কোটি কোটি লোক বসবাস করে তাদের মধ্যে এমন কোনো একটি ব্যাক্তি নেই যে সে তাঁর জীবনে সফল হতে চাই না ।এই যে একটা ব্যাক্তির জীবনে আসা আখাঙ্খা সফল হওয়ার চাহাত । একটা কোনো সহজ বিষয় না চাওয়া পাওয়ার মধ্যে মানুষের একটা অনেক বিশাল বড় ধরনের দেওয়াল খাড়া হয়ে থাকে যেটাকে মানুষ অতিক্রম করতে গেলে সে তার জীবনে সফল হতে পারে । আসলে সফল কি জিনিস, আজকে আমরা পৃথিবীতে দেখছি যে মানুষ তার জীবনে সফল হওয়ার জন্য অনেক কিছু করতে ইচ্ছুক । সফল হওয়ার জন্য মানুষ কত কি না করে। কেউ কাউকে হত্যা করে ,কেউ কাউরে ছিনতাই করে ,কেউ কাউর এর উপরে জুলুম নির্যাতন করে।
মানুষ তার জীবনে সফল না হওয়া সময়ের মূল্য বোঝে না | একজন অসফল ব্যক্তির জীবনে সফল না হওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম মূল কারণ হচ্ছে যে সে তার সময়ের মূল্য বোঝে না। আসলে সময়কে পৃথিবীতে এমন কোন একজন ব্যক্তি নেই যে সে তার সময়ের মূল্য বোঝে না এবং এমন কোন ব্যক্তি আছে যে তোমাকে সময়ের মূল্য বোঝাতে পারে ,যতক্ষণ সে নিজেকে চিনতে চেষ্টা এবং সময়ের মূল্য বোঝতে প্রয়াস করে। কাউকে দেখে কোনদিন বলতে পারা যায় না যে তার মধ্যে কতটা কিসের প্রয়োজন। একজন ব্যাক্তি সে নিজে নিজেকে ভালোভাবে চিনে । কোন ছাত্র যদি সে কুড়ি বছর বয়স এর হয় তাহলে সে নিজেকে ভালো ভাবে চিনে যখন থেকে সে জীবনে বুঝতে শিখেছে । কেননা তার জ্ঞান হওয়ার সময় থেকে নিজেকে সে ভালভাবে চেনে তার মধ্যে কি গুন আছে আর কি গুণ নেই তার মধ্যে কি কি গুনের প্রয়োজন আর কোন কোন ক্ষতিকারক, অশুভ, অসৎ,মন্দ গুন চিন্তা তাকে দূরকরা প্রয়োজন।
আমরা যদি কোনো পাতা ঝরে যাওয়া গাছের দিকে। তাহলে আমরা দেখবো কোন গাছের পাতা ঝরে যায় তাহলে এমন কোন পৃথিবীতে ঔষধ নেই যে সে গাছের পাতা তাড়াতাড়ি করে বের করতে পারে যতক্ষণ না সে গাছে তার পাতা কে বের করে।
কাও কে যদি তার লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে তাকে সবসময় Be Positive হতে হবে হতাশাবাদী হলে চলবে না বরং তাকে সব সময় আশাবাদী হতে হবে”।
একবার চার বন্ধু মিলে সফরে গিয়েছিল তাদের মধ্যে অনেক গম্ভীর বন্ধুত্ব ছিল তারা একে অপরে ভালোভাবে জানতো । তারা চারজন এক জায়গা থেকে অপর আরেকটি জায়গা বাসে সফর করেছিল তারা দেখল যে বাসটিতে বেশ কিছু লোক জন মিলে এক কালো ব্যক্তিকে মারছিল। অনেকক্ষণ পর চারজন মিলে সে কাল ব্যক্তির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করল কেন তারা তাকে মারছিল কাল ব্যক্তির উত্তর শুনে তারা চারজন একেবারে হতাশ হয়ে যায় সে বলল তারা আমাকে কালো চেহারা চোর ভেবে মেরেছে কিন্তু আমি নিজেকে জানি তারা আমাকে এক ঘণ্টার সফরে চোর বানিয়ে দিয়েছে কিন্তু আমি নিজেকে 20 বছর ধরে জানি আমি চোর নয় ।
তাহলে বোঝা গেলো কেউ কাউরে সমন্ধে কিছু বললে সব কিছু সত্য হয়না । কেউ যদি কাউর এর লক্ষ্য দেখে মজা করে কিংবা তাকে ব্যঙ্গ করে কি সে তার জীবনের লক্ষ্য পূরণ করতে পারবে না তাহলে এটা একেবারেই ভুল ধারণা যে নিজের লক্ষ্য বানিয়েছে সে নিজে ভালো ভাবে বোঝে সে তার লক্ষ্যে পূরণ করতে পারবে কি পারবে না। কাউকে কোন কিছু বলাতে সবকিছু হয়ে যায় না মানুষের বাইরে থেকে যতটা দেখতে সুন্দর হয় হতে পারে তার ভেতর থেকে সে ততটা সুন্দর না । আবার সে যদি বাইরে থেকে খারাপ হয় হতে পারে তার ভেতরটা অতি সুন্দর।