হুস কবে ফিরবে?
লেখা আরিফ সেখ
দৃষ্টি খুলে দেখি মোরা
মানুষের সমাগম,
আসলে সবাই মানুষ নয়
কিছু মানুষরূপী নিরাধম ।।
মানুষের রূপ নিয়েও দেখি
পশুর মত সাজ,,,
নিরীহদের প্রতি ঝাঁপিয়ে পড়ে
নেই তো তাদের লাজ!!
তমিশ্রে নিষ্পেষিত
মনুষ্যত্ব আজ,
মানবতা বিক্রি করে
করে মিথ্যার রাজ !
হে মানুষ ফিরে এসো
সত্য ন্যায়ের পথে,,,
দীপ্ত কন্ঠে আওয়াজ তোলো
নামো রাজপথে!!
বিধ্বস্ত মরুর বুকে
এসেছিলেন নবী,,,
সত্যের ধারা উন্মুক্ত
উদিত হয়েছিল সোনার রবি!!