আমি সরল পথের পথিক,
আমি প্রেম সাগরের নাবিক।
আমি আশাবাদী, সত্যের মিত্র,
লক্ষ্য রাখি, স্বপ্ন দেখি সর্বত্র,
গগন পেতে চলি আমি একলা পথে,
ভয় করি না, মনোবল মোর সাথে।
কষ্টের স্মৃতি নিয়ে করি বাস,
তবুও আশাবাদী পেতে আকাশ।
ভুলে যাবো ভাগ্যের নির্মম পরিহাস,
গড়বো না জীবন, দুঃখের ইতিহাস।
নব-দৃষ্টি রাখবো আমি প্রতিলগ্নতে,
নীল গগনে উড়বো,স্বস্তি প্রেমিক হয়ে।
প্রেম সাগরে ডুব দেবো যগ প্রেমিক হতে,
থাকবে লেখা আমার নাম ইতিহাস পত্রে।
হবো উপকারী প্রদীপ ও বিক্ষের ন্যায়,
যারা জীবন বিলিয়ে দেয় অন্যের সেবায়।
এই লক্ষ্য-আশা নিয়ে চলি জীবন পথে,
একদিন হবো আমি, মোর স্বপ্নের সাথে।
কবিতা দিয়ে বেত্ত করলাম চিত্ত বাসনা ,
সত্য মনের বাসনা,নয় কোনো কল্পনা।
Haydor uddin