সামনে ভাসা ছবি

চতুর্দিকে আজ শুধু অন্ধকার। যে দিকেই দৃষ্টি নিক্ষেপ করি ভেসে আসে এক ভয়ঙ্কর ছবি। যে ছবির রং এক রঙে রঞ্জিত নয়। যে ছবির আকৃতি একমুখী নয় বহুমুখী। যে তার ভঙ্গ হৃদয় ও বিষন্ন চাহনি দিয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলে কি হয়েছে তোমাদের….?

তোমরা কি দৃষ্টিহীন যে জেগে উঠছ না, তোমরা কি বোবা যে গর্জে উঠেছ না, তোমরা কি বধির যে শুনতে পাওনা, তোমরা কি বিবেকহীন যে অনুধাবন করতে পারো না, না তোমরাও ওদের মতোই নিষ্ঠুর…?

যদি তা না হও তাহলে বলো মুখে কুলুপ কেন, হাতে হাতকড়া কেন, পায়ে শিকল কেন…..?

বল….! বল….! বল….! নিশ্চুপ কেন….?

না তোমরাও ওদের মতো পাষাণ হৃদয়ের একজন…….।

যারা……..

রহিত নামের সন্তানকে ফাঁসি দিয়ে এক মায়ের কোল শূন্যের মত খালি করে দিল।

যারা……..

নাজিব কে মেরে আর এক মায়ের চোখের জলে নদী বয়ে দিল।

যারা……

পেহলু খান কে হত্যা করে এক পরিবারের বেঁচে থাকার আশ্বাস নিঃশ্বাসে বদলে দিল।

যারা…….

আখলাকের হত্যা করে আর এক পরিবারের সন্তানদের পিতৃহীন করে দিল।

যারা…..

নৃশংসভাবে আফরাজুল কে আগুনে জ্বালিয়ে আর এক মাকে বিধবা করে দিল।

যারা……

জুনায়েদ কে হত্যা করে মাদ্রাসার ছেলেদের মনে ভয় ঢুকিয়ে দিল।

যারা……

ইমাম রশীদির ছেলে কে হত্যা করে মুসলিম হওয়া অপরাধ এ স্লোগান ছড়িয়ে দিল।

যারা……

টুইংকেল নামের শিশুকে ধর্ষণ করে কত শিশুর হাসি কেড়ে নিল।

যে পশুরা……

আসিফার মত নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে কাশ্মীরকে জাহান্নামে পরিণত করে দিল।

যারা……

তাবরেজ কে হত্যা করে আর এক দিদির জীবনসঙ্গী কেড়ে নিল।

যারা……

ডাক্তার প্রিয়াঙ্কা কে ধর্ষণ ও আগুনে জ্বালিয়ে কতজনের চিকিৎসা বন্ধ করে দিল।

এই হলাম আমি। কোথাও রক্তের রঙে তো কোথাও আগুনের রঙে, কোথাও মন্দিরে তো কোথাও বাহিরে, কোথাও ধর্ষণের আকারে তো কোথাও হত্যার আকারে, কোথাও জ্বালিয়ে তো কোথাও জ্বলিয়ে, কোথাও ছেলের রুপে তো কোথাও মেয়ের রুপে, কোথাও মা সেজে তো কোথাও বাবা সেজে। এইতো আমি রক্তে রঞ্জিত, অশ্রুতে প্লাবিত ও কষ্টে জর্জরিত এক ভয়ংকর চিত্র।

তাই……..

আমার এই নিস্তব্ধতা চাহনি সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। আর তোমরা ছাত্র ও যুব সমাজ তাই তার নিঃশব্দতা তোমাদের বিবেককে বারবার দংশন করছে। আর এটাই স্বাভাবিক। তাই আগামী দিনে আমার হৃদয় শান্তির ছায়া ফিরিয়ে আনতে, মুখে হাসি ফোটাতে ও সকলের মাঝে ভেদাভেদ মিটাতে তোমরা একত্রিত হও।

ইতি- তোমার সামনে ভাসা ছবি।

MD Wasim

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *