সফলতা কোনো ধরনের সহজ ব্যাপার নয়। আমরা কি কখনো দেখেছি যখন কোন একটি গাছকে পুরোটাই ছেটে দেওয়া হয় তখন তার শাখা-প্রশাখা কিভাবে বাড়তে থাকে। এটাই হচ্ছে আসলে বড় হওয়া। গাছের শাখা-প্রশাখা যেমন কোনদিনই হঠাৎ বাড়তে পারে না তেমনি কোন ব্যক্তি তার জীবনে হঠাৎ করে সফল হতে পারে না গাছের শাখা-প্রশাখা তাড়াতাড়ি বড় করার জন্য যেমন ওষধ ব্যবহার করা হয় অনুরূপভাবে কোন ব্যক্তি যদি তার জীবনে সফল হতে চায় তাহলে তাকে অনেক পরিশ্রম করতে হয়। তাহলে তাড়াতাড়ি সফল হওয়ার সম্ভাবনা থাকে। সমাজের মাঝে একজন ভালো ছাত্র হতে হবে । একজন ছাত্রকে একটি Colour /Milk হওয়া দরকার রং অথবা দুধ হওয়ার দরকার তাকে তার সমাজে । কেননা একটি রং কিংবা দুধ কে যখন কোন পানিতে ফেলে দেওয়া হয় পানির সাথে এমন ভাবে মিশিয়ে দেওয়া হয় তখন সে রং কিংবা দুধ পানির সাথে এমন ভাবে মিলিত মিশ্রিত সমবেত সংযুক্ত হয়ে যায় যে তাকে নির্ধারণ করা সনাক্ত করা অনেক কষ্টের কাজ হয়ে যায় হয়ে যায় কোনটা পানি কোনটা রং/দুধ । অতএব আমাদের প্রত্যেক যুবসমাজ ছাত্র সমাজ কে দরকার সে যে সমাজে থাকুক না কেনো সে যেনো সে সমাজের সাথে সমন্বয় সংগতি হয়ে যায় যেমন রং/দুধ পানির সাথে মিশে সমবেত সংযুক্ত হয়ে যায় ।
একজন ভাল ছাত্রের পরিচয় এমন তাকে যখন সমাজের মানুষ তাকে কোন কিছু জিজ্ঞাসা করবে তখন তাকে অবশ্যই দরকার যে সে প্রশ্নের উত্তর দিয়ে দেয় আবার যদি সে প্রশ্নের উত্তর না জানে তাহলে তাকে অবশ্যই কর্তব্য সে যেনো বলে আমি এই প্রশ্নের উত্তর জানি বরং সে যেনো কথা কে এদিক ওদিক না করে টাল বাহানা না করে । তার পর তার জন্য অবশ্যই যে সে যেনো সেই প্রশ্নের উত্তরটা কে ভাল ভাবে জেনে নেওয়া।কেউ তার জীবনে সফল হতে পারে না যে শুধু নিজের জন্য ভাবে । যদি সে সমাজের মানুষের কাছে ভালো না সে কারো কাছে ভালো না । যে সমাজের কাছে ভালো সে সবার কাছে ভালো।
আজ যে পরিমানে সমাজ অন্যাই এর দিকে এগিয়ে যাচ্ছে যে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে যে নোংরার দিকে এগিয়ে যাচ্ছে যদি কোন ছাত্র সমাজ সেটাকে না বদলাতে চাই তাহলে তার নিজের ব্যক্তিগত জীবনে সফল হয়ে কোনো লাভ নেই কেননা সে সফল হোয়ে কার সামনে যাবে । কেউ যদি বলে আমি শুধু ভালো বলতে পারি কিন্তু লোকের সামনে বলতে পারি না। উত্তর হচ্ছে যখন তুমি তাদের কে বলতে পারবে সেটাই তো হচ্ছে আসলে সফলতা।
অনেকে বলে একাই সমাজ থেকে কিভাবে নোংরামি অশুচিতা দূর করা সম্ভব। আমরা জানি যে
এক বিন্দু বৃষ্টির কণা কোনো দিন কিছু করতে পারে কিন্তু আবার সেই বিন্দুর বৃষ্টি কণা মিলে আবার সুমদ্র বানাতে পারে।সেই সমাজ কে ধংস করে দিতে পারে।
একটা ইট কোন দিন বাড়ী বানাতে পারে না কিন্তু আবার সেই ইট মিলে একটা তাজমহল বানাতে পারে।
তাহলে আমরা যদি সমাজে সবাই একসাথে জড়িত হয়ে কাজ করি তাহলে সমাজ কে ভালো বানাতে পারবো এবং সমাজ ভালো থাকলে আমরা ও ভালো থাকবো আর আমরা ভালো থাকলে সফলতা হাসিল করবো।