কেউ তার জীবনে সফল হতে চাই তাহলে তাকে একটা নির্দিষ্ট নকশা তৈরি করে নিতে হবে ।
কেউ যদি জীবনে কিছু হতে চাই তাহলে তাকে স্বপ্ন দেখা দরকার।
স্বপ্ন শুধু এটা না যে শুধু দেখলাম স্বপ্ন ওটা যেটা তোমার ঘুমকে হারাম করে দেয়।
সে তার জীবনে কি হতে চাই তাকে তার একটা লক্ষ্য (goal) বানাতে হবে উদ্দেশ্য না। আমরা অধিকাংশই লক্ষ্য এবং উদ্দেশ্যকে একই অর্থে ব্যবহার করে ফেলি। কিন্তু এই শব্দ দুটোর অর্থে ভিন্নতা আছে। লক্ষ্য শব্দের অর্থ হলো ” নিশানা” আর উদ্দেশ্য শব্দের অর্থ হলো ”প্রয়োজনীতা”।
আমি আগেই বলেছি কোনটা তাকে তার জীবনের লক্ষ্য বানানো দরকার।
যখন সে লক্ষ্য বানিয়ে নেবে তারপরে তার উপরে আবেগ (passion) হতে হবে ।
এখন প্রশ্ন হচ্ছে লক্ষ্য কেন দরকার?
এর খুব সহজ জবাব:
একটি বিন্দু ছাড়া যেমন একটি গোল হতে পারেনা মানে সে যদি নির্দিষ্ট না করে বিন্দু তাহলে সে যেকোনো জায়গাই গোল করতে লাগবে। তার গোলের জাইগাই বিভিন্ন ধরনের আকার ধারণ করবে।
কেউ যদি কোথাও রওনা দেওয়ার উদ্দেশ্যে বের হয়। যেমন কেউ কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য বেরিয়েছে সে যদি তার রওনা দেওয়ার আগে দিল্লি কে নির্দিষ্ট না করে সে নিজেই জানে না সে কথা পৌঁছে যাবে । হতে পারে সে উল্টো পথে চলে যেত কিংবা হতে পারে সে ভারতের বাইরে চলে যেত ।কিন্তু যখন সে তার রওনা দেওয়ার আগে একটি সীমাকে নির্দিষ্ট করে নেই তাহলে সে যে কোন কষ্টের সাথে যে কোন পরিশ্রম এর সাথে সে তার নির্দিষ্ট জায়গাতে পৌঁছে যাবে তাতে তাকে অনেক দেরি হোক না কেন কিংবা তাকে অনেক কম অল্প সময়ে হোক না কেন সে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে।
তাহলে বুঝা গেল একটি যে কোনো কিছুকে নির্দিষ্ট করা অতি প্রয়োজন।