যখন কোনো ছাত্র তার জীবনের লক্ষ্য সম্বন্ধে তার পরিবারে বাক্ত করে সে তার ভবিষ্যতে কি হতে চাই। তাহলে তাকে অনেক ধরনের কথা শুনতে হয় । বাবা বলে তোমাকে একজন ভালো ডক্টর বানাবো। মা বলে তমাকে একজন ভালো শিক্ষক বানাবো। ভাই বলে তোমাকে একজন ভালো সামাজিক কর্মী বানাবো ।বোন বলে একজন ভালো ইঞ্জিনিয়ার বানাবো।
এতগুলো কথা শুনে সে একেবারে হতভম্ব হয়ে যায় সে একেবারে পরিপূর্ণভাবে confused এ পড়ে যায়। সে কোনটাকে তার লক্ষ্য বানাবে একেবারে চিন্তিত হয়ে যায়। না সে বাবার কথা শুনবে ,না সে মায়ের কথা শুনবে না সে ভাইয়ের কথা শুনবে না সে বোনের কথা শুনবে না সে বন্ধুদের কথা শুনবে।
এবার প্রশ্ন আছে সে কী করে? একেবারে সহজ উত্তর
প্রত্যেকের আলাদা আলাদা গুন আছে সে নিজেকে ভালোভাবে চিনে সে কোন কাজটা করতে পারবে এবং কোন কাজটা করতে তাকে খুব ভালো লাগে কোন বিষয় টাকে তাকে বেশি ভালো লাগে। তার কোন জিনিসে চাহিদা বেশি ।
কোন জায়গায় তাকে কাজ করতে ভালো লাগে।কোন লক্ষ্যটা বানালে সে তার লক্ষ্য পূরণ করিতে পারিবে।
এটাই একজন যুবকে তার জীবনের লক্ষ্য বানানো দরকার।