শিক্ষা শব্দটি এসেছে ’শাস’ থেকে যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। শিক্ষাকে ইংলিশ ভাষায় education বলে যেটা ল্যাটিন শব্দ educare বা educatum থেকে এসেছে। যার অর্থ to lead out অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা।
শিক্ষা মানে হচ্ছে কোনো কিছুকে হাসিল করা কোনো কিছুকে অর্জন করা।
ইংরেজ মহাকবি মিল্টন Body, Mind & Soul এর পরিশুদ্ধিকেই শিক্ষা বলেছে।
রবীন্দ্রনাথের ভাষায় : শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।
সক্রেটিসের ভাষায় : ‘শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।’
এরিস্টটল এর ভাষায় :’সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা’-
আসলে আসল শিক্ষা কি ? আসল শিক্ষা একজন ভালো ছাত্রের জন্য যে সে কোন বিষয়ে কিছু পড়াশুনা করার পর সেই বিষয়টা ফ্রেশ হয়ে নিজের আয়ত্তে ভেবে সে তার ব্রেনে রাখবে এটাই হচ্ছে আসল শিক্ষা।