চেষ্টার ফল

দাঁড়াও দাঁড়াও ! আপনারা অনেকেই উদবেগ হয়ত কেন আমি দাঁড়াও দাঁড়াও বলে আরম্ভ করছি । ভাবার তেমন কোন কিছুই নেই, আমি আমার সময়টাকে বলছিলাম , সে কি আর শুনে সে তো একটি  গতিশীল চলমান নদীর মতো বয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে আমাদের জীবন টাও তাই সে তার গতিতে কেটে যাচ্ছে।

আর আমরা তাকে যেতে দিচ্ছি ।

আজ আমরা সমায়ের মুল্য বুঝতে পারছি না। মানুষ  ততক্ষণ সমায়ের মুল্য বুঝতে পারবে না যতক্ষণ না সে এক এক সেকেন্ডের ব্যাপারে চিন্তিত করে। মানুষ যদি সময়ের মূল্য বুঝতে চাই তাহলে সেই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করুক যে তার এক সেকেন্ডের জন্য তার জীবন টাকে ফিরিয়ে পেয়েছে।

আমরা যদি সময়ের মূল্য বুঝতে চাই তাহলে সেই ছাত্র দের দিকে নজর দেওয়া দরকার যে তার পরীক্ষা হলে এক ঘন্টা বিলম্বে  পৌঁছেছে। এটাই হচ্ছে একটি অত্যান্ত গুরুত্বপূর্ণ উদাহরণ সময় কে বিবেচনা করে দেখার।

একজন ছাত্রের সবথেকে গুরুত্বপূর্ণ তাৎপর্যবহ সময় হচ্ছে তার তরুণ বয়স তার  নবযৌবনপ্রাপ্ত বয়স। কেনোনা তরুণ বয়স তো হচ্ছে জীবনের অনেক গুলো স্তরের মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ স্তর একটি মূল্যবান সময়। একজন ছাত্রের তার  জীবনকে গড়ার উপযুক্ত সময়। এই বয়সে একজন ছাত্র তার জীবনটাকে সে তৈরি করতে পারে গঠন করতে পারে সে যেভাবে চাইবে অনুরূপভাবে সে তার জীবনটাকে এই গুরুত্বপূর্ণ স্তরে বরবাদ করে দিতে পারে নষ্ট করে দিতে পারে।

আজকের যুব সমাজ ছাত্র সমাজ তার জীবনটাকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব বিভিন্ন ধরনের সোশাল মিডিয়া এর দ্বারা তার মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছে।

একজন মায়ের ভালোবাসা কেউ ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ না সে তার মাকে হারিয়েছে। অনেকে মা থাকতে মায়ের ভালোবাসা মায়ের মূল্য বোঝেনা ।মানুষ যেমন চোখ থাকতে চোখের মূল্য বুঝে না।

সে তার চোখের মূল্য তখনই বুঝে যখন তার দুটি চোখের মধ্যে একটি চোখ দৃষ্টি হারিয়ে ফেলে। অনুরূপভাবে একজন ছাত্র  তার সময়ের মূল্য বোঝেনা যতক্ষণ না তার সময় তাকে ছেড়ে চলে যায়। যেমন বরফ গোলে গেলে বরফের মূল্য বোঝা যায় ঠিক তেমনি সময় কেটে গেলে সময়ের মূল্য বোঝা যায়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *