বিশ্বজুড়ে আজ বিধ্বস্ত হয়ে আছে অন্যায়, অশান্তি, হানাহানি, দ্বন্দ্ব-সংঘাত, যুদ্ধ-বিগ্রহ, ভেদাভেদ, বিবাদ-বিসম্বাদ, জুলুম, শোষণ, নির্যাতন ও নিপীড়নে। এই অবস্থার অবসানের জন্য প্রয়োজন ইসলামী সমাজ বিপ্লব। আর সেই অনিবার্য বিপ্লবের জন্য চাই সুশিক্ষিত, সচ্চরিত্র, দায়িত্ববান, দূরদৃষ্টি সম্পন্ন, বিচক্ষণশীলতা, সুদক্ষ ও আদর্শবান একদল ছাত্র ও যুবকদের।
অপরদিকে ছাত্র-যুবকদের এক বৃহত্তম সংখ্যা যারা শুধু ডিগ্রী অর্জন করে ঠিকই। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথা তাদের সপ্নেও আসেনা। যারা শুধু পুঁথিগত সামান্য জ্ঞান দিয়ে গুছিয়ে নিচ্ছেন নিজের জীবন। ভাবছেন না পরিবারের কথা, সমাজের কথা, আর না দেশের কথা। ভাবছে শুধু নিজেরই কথা। যার ফলে রয়ে যাচ্ছে সমাজে এক বিশাল শূন্যতা।
তাই আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব, ভাষা দক্ষতা এবং প্রযুক্তিগত শূন্যস্থান গুলো পরিপূর্ণ করা।
আল্লাহপাক ইসলামী সমাজ গড়ার উপযোগী লোক তৈরির কাজে কাঙ্খিত উপাত্ত হিসেবে আমাদের সকলকে কবুল করুন এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ দান করুন। আমীন।