ওহ ! ভঙ্গ হলো আমার স্বপ্ন
ওহ!ভঙ্গ হলো আমার স্বপ্ন এই দেশেতে,
যাকে আমি বাসলাম ভালো করলো আমার বিতাড়িত।
সন্ত্রাসী বলে আমায় আখ্যা করলে দেশ ছাড়া,
দেশের জন্য প্রাণ দিলাম,দিলে আমায় এন আর সি।
করলাম আমি ভরসা এই সংবিধানে,
করলে তুমি পরিবর্তন সি এ এ দিয়ে।
ওহ!ভঙ্গ হলো আমার স্বপ্ন এই দেশেতে,
যাকে আমি বাসলাম ভালো করলো আমার বিতাড়িত।
Haidar Ali