Posted inভারত ভূমি হে আমার ভারত ভূমি Posted by Crazy Knowledge December 15, 20191 হে আমার ভারত ভূমি, কোথায় গেলে আজকে তুমি । সেই সমাজ কোথায় গেল আজ,চলেছে যে কোণায় কোণায়নির্লজ্জে্র কাজ। কোথায় যেন নির্যাতন,কোথাও আবার নিপীড়ন। কোথাও নারী ধর্ষণ কোথাও নারী নির্যাতন,এটাই কি সমাজ পরিবর্তন। ধর্ম শাস্ত্রে বলে করো না নারী নির্যাতন,কজন করে কাব্যপাঠ জানে কজন। বলে দেশ সবার সমান অধিকার,কোথায় গেল আজ নারীর অধিকার। তুমিই সরোজিনী তুমিই রঙ্গন,তবু কেন হচ্ছ তুমি পুরুষের কাছে ভক্ষণ। জালিমের সবই কাজ,কোথায় গেল সেই সমাজ আজ । হায়রে জালিমের দল,করিস না আর জে বেহাল। সুইট মিস্টি গোলাব লাল,তবু কেন করিস বেহাল। হে আমার ভারত ভূমি,কোথায় গেলে আজকে তুমি । BY – MD MOSTAK AHMED Crazy Knowledge PhD Research Scholar View All Posts Post navigation Next Postনবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আসার কারণ
This comment has been removed by the author.